আগামী ২২ মে রোববার সারা দেশে পবিত্র শবেবরাত পালিত হবে। গতকাল শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী ৯ মে থেকে শাবান মাস গণনা শুরু হবে। ১৪ শাবান, ২২ মে রোববার রাতে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে পবিত্র লাইলাতুল বরাত তথা শবেবরাত।জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্য মতিউর রহমান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার একেএম শামীম চৌধুরী, বিটিভির পরিচালক (প্রশাসক) শাখাওয়াত হোসেন, আবহাওয়া দপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, স্পারসোর সিএসও মো. শাহ আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্য সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহি জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহি জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ।
২২ মে রোববার পবিত্র শবেবরাত
Share!