আজ রোববার সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে আগামীকাল সোমবার সকাল ছয়টা পর্যন্ত। বৃহস্পতিবার নিজামীর রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহালের আদেশ দেওয়ার পরই জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান হরতালসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন।রোববার রাজধানীর বেশ কিছু রাস্তায় সকাল বেলায় জ্যামের দৃশ্য দেখা গেছে। তবে বাস সার্ভিস চালু থাকলেও প্রতিদিনের তুলনায় আজ বাসের সংখ্যা কিছুটা কম। রাস্তায় যানবাহনের সংখ্যা কম হলেও চলছে সব ধরনের যানবাহন।
Share!