রংপুর নগরীর মাহিগঞ্জ তাজহাট এলাকায় ফাতেমা কওমী মহিলা মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ায় ৬০ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। যাদের মধ্যে কমপক্ষে ১৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।জানা গেছে, ১০ থেকে ১৫ বছরের ওই শিক্ষার্থীরা ফাতেমা মহিলা মাদ্রাসার হোস্টেলে থেকে পড়ালেখা করেন। পবিত্র শবে মেরাজ উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের ৩ দিন রোজা রাখতে বাধ্য করেন হুজুররা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তারা সকলেই রোজা রাখেন। শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর শিক্ষার্থীদের মুরগীর মাংস ও শাক ভর্তা দিয়ে ভাত খেতে দেওয়া হয়। খাওয়ার পরপরই কিশোরীরা পেটে ব্যাথা অনুভব করে বমি করতে থাকেন। সবাই ডায়রিয়ায় আক্রান্ত হন।রংপুরে খাদ্যে বিষক্রিয়ায় কমপক্ষে ৬০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১৮ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা.সোহেলী আখতার বলেন, টানা ৩ দিন রোজা রাখায় শিক্ষার্থীরা দুর্বল হয়ে পড়েন। তার ওপর তাদের মুরগীর মাংস ও শাক ভর্তা দিয়ে ভাত খেতে দেওয়ায় তারা বিষক্রিয়ায় আক্রান্ত হন।মাদ্রাসার পরিচালক হুমায়ুন কবীর হাসপাতালে শিশুদের দেখতে এসে শিক্ষার্থীদের ৩ দিন রোজা রাখার কথা স্বীকার করেন।রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)ড. মাহকুবুল করিম বলেন, তাদের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।
বিষক্রিয়ায় ৬০ শিক্ষার্থী গুরুতর অসুস্থ
Share!