ছেলেকে বিয়ে করাতে নিয়ে গিয়ে নিজেও পাত্র হলেন এক বাবা। শুধু তাই নয়, ছেলের আগেই টুপি পড়ে বিয়ের আসরে বিয়ে সারতে হল নিজের। মেয়ের বাড়িতে হাজির বর পক্ষ। ছেলের সঙ্গে বাবা ও তার পরিবার। মেয়ে বাড়িতে সবই ঠিক, হঠাৎ বিয়েতে বাধা হয়ে দাড়াল মেয়ের মা। নিজের ছোট মেয়ের বিয়ের আগে বড় মেয়ের বিয়ে হতে হবে, যতদিন না বড় মেয়ের বিয়ে হচ্ছে ছোট মেয়ের বিয়ে দেবেন না তিনি। ছেলেও নাছোড়বান্দা। বিয়ে করেই বাড়ি ফিরবে। কোন উপায় না দেখে বড় মেয়েকে বিয়ের প্রস্তাব দেন ছেলের বাবা। এই প্রস্তাবে রাজিও হয়ে যান মেয়ের মা। ব্যস। বাবা ছেলে একই বাড়িতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়লেন। দক্ষিণ সৌদিতে এমনই এক অদ্ভুত ঘটনার জন্ম হল।
বাবা ছেলে একই বাড়িতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়লেন
Share!