Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

নতুন ‘শাখা’ ঘোষণা করতে পারে আইএস

বাংলাদেশে নতুন ‘শাখা’ (অ্যাফিলিয়েট) ঘোষণা করতে পারে আইএস। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাংক ‘দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’ (আইএসডব্লিউ)-এর বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই ও বার্তা সংস্থা আইএএনএস। খবরে বলা হয়, ইতিমধ্যে বাংলাদেশে ‘স্থানীয় একজন নেতাও মনোনীত’ করেছে তারা।আইএসডব্লিউ’র ওয়েবসাইটে ‘এপ্রিল মাসে আইএসের আঞ্চলিক প্রচারণা’ শীর্ষক একটি পোস্ট দেয়া হয়। এতে আইএস রমজান মাসের আগে ও রমজান মাসজুড়ে বিশ্বব্যাপী ব্যাপক কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে বলা হয়, উত্তর আফ্রিকায় নতুন আক্রমণ পরিচালনা করতে পারে আইএস এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও বাংলাদেশে তাদের শাখা ঘোষণা করতে পারে। এ অঞ্চলগুলোতে তাদের সার্বিক তৎপরতা ধরে রাখার জন্য এসব পদক্ষেপ নিতে পারে বলে উল্লেখ করে আইএসডব্লিউ।আইএএনএস ও পিটিআই-এর খবরে আরও বলা হয়, নিজস্ব অনলাইন ম্যাগাজিন দাবিকে ইতিমধ্যে ‘বেঙ্গল অঞ্চলের জন্য একজন নেতা খুঁজে পাওয়ার’ কথা জানিয়েছে আইএস। সাম্প্রতিক সংখ্যায় তার একটি সাক্ষাৎকারও ছাপা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্য দেশে আইএসের অস্তিত্ব অস্বীকার করা হয়েছে। তবে গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু করে ৮টি নৃশংস হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে সংগঠনটি।আইএসডব্লিউয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে আইএসকে। সে কারণেই উত্তর আফ্রিকা ও বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের অবস্থানকে শক্ত করতে চায় আইএস।উল্লেখ্য, আইএসডব্লিউ পাবলিক পলিসি বিষয়ক অলাভজনক একটি গবেষণা প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী চলমান সংঘাত ও নিরাপত্তা হুমকি সংক্রান্ত তথ্য দেয়ার লক্ষ্যে সংস্থাটি উন্মুক্ত গোয়োন্দা তথ্যের বিস্তারিত বিশ্লেষণ করে থাকে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top