কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোরআন শরিফ অবমাননার ছবি প্রচারের অভিযোগে মায়েশা কানুশকা (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।আজ বুধবার সকালে উপজেলা শহরের বাসা থেকে মায়েশাকে আটক করে পুলিশ। তবে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন মায়েশা।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, মায়েশা কানুশকা ফেসবুকে কোরআন শরিফ অবমাননার একটি ছবি পোস্ট করেছেন। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে আজ সকালে তাঁর বাড়ি ঘেরাও করে এলাকার লোকজন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই তরুণীকে থানায় নিয়ে আসে।এ ব্যাপারে কুমারখালী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) অমৃত কুমার বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ মায়েশাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়েছে বলে জানিয়েছেন এসআই অমৃত কুমার।
ফেসবুকে কোরআন অবমাননার দায়ে এক তরুণীকে আটক করেছে পুলিশ
Share!