নেত্রকোনার সদর উপজেলার মেদনি ইউনিয়নে পুকুরে ডুবে জান্নাতুল (৭) ও কবিতা (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। কবিতা পূর্ব মেদনি গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং জান্নাতুল বারহাট্টা উপজেলার রঞ্জু মিয়ার মেয়ে। তারা একে অপরের খালাতো বোন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের খবরটি নিশ্চিত করেছেন। গতকাল রোববার রাতে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে শিশু দুটি নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তাদের পাওয়া যায়নি। সবশেষে রাতে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে জান্নাতুল ও কবিতার মরদেহ উদ্ধার করা হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোনা মডেল থানার এসআই আল-আমিন। তিনি জানান, শিশু মৃত্যু নিয়ে কোনো পরিবার থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
Share!