মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ রোববার বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রীয়ভাবে মে দিবস উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে বিকেলে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।আলোচনা অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সাংসদ, উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও অংশ নেবেন শ্রমিক লীগ ও শ্রমিক ইউনিয়নের নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক চুন্নু।আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকবে।এর আগে সকাল সাড়ে ৭টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি দৈনিক বাংলা থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন মুজিবুল হক চুন্নু।
মে দিবস উপলক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Share!