Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

মুস্তাফিজের প্রশংসায় প্রধানমন্ত্রী

কোথায় নেই মুস্তাফিজুর রহমান?
ক্রিকেট মাঠে, মাঠের বাইরে, ফেসবুকে, ভার্চুয়াল দুনিয়ায়, আইসিসির বৈঠকে এমনকি একনেকের সভায়ও!
কাল রাজধানীতে পরিকল্পনা মন্ত্রণালয়ের একনেক সভায়ও হঠাত্ করে জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের প্রসঙ্গ কিছুটা সময়ের জন্য আলোচনায় চলে আসে। বৈঠক শেষে এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান-‘ক্রিকেটবিশ্বে মুস্তাফিজের সাম্প্রতিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।’
পরিকল্পনামন্ত্রী মুস্তাফিজের পারদর্শিতা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রশংসার উল্লেখ করে বলেন-‘মুস্তাফিজ জাতীয় বীর। তিনি বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। গোটা দেশকে সম্মানিত করেছেন। ক্রিকেটে মুস্তাফিজের অবদানের জন্য জাতি হিসেবে আমরা গর্বিত।’
মুস্তাফিজ বর্তমানে ভারতের টি-টুয়েন্টি লিগ আইপিএলে খেলছেন। টুর্নামেন্টে এ বাঁহাতি পেসার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বল হাতে চমকের পর চমক দেখাচ্ছেন। তার স্লো অফকাটার ও নিখুঁত নিশানার ইয়র্কার ব্যাটসম্যানরা খেলতেই পারছে না।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top