স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, কয়েকজন মানুষকে খুন করে আইএসের নাম প্রচারের মাধ্যমে মহল বিশেষ বাংলাদেশিদের ওপর কলঙ্ক লেপনের চেষ্টা করছে। তাদের এ ষড়যন্ত্র কখনোই সফল হবে না। আরে বাবা বাংলাদেশে আইএস কোথায়? বাংলাদেশে কোথা থেকে আইএস আসবে? আইএস নেই। আছে কিছু স্থানীয় উগ্র জঙ্গি। আর এই সুযোগ নিয়েই কিছু একটা হলেই বাংলাদেশে আইএস আছে বলে প্রচারের প্রয়াস চলে।বৃহস্পতিবার ফার্মগেটস্থ কৃষিবীদ ইন্সটিটিউটে আয়োজিত ধর্মীয় সম্প্রীতি সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, যে বাংলাদেশে আমরা সবাই এক, যে যার ধর্ম পালন করার মধ্য দিয়ে আমরা সবাই মিলে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছি, সেই বাংলাদেশের মান্তি বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে।আগে যেমন মানুষ পুড়িয়ে, বাস পুড়িয়ে, শ্রমিক মেরে অশান্তি সৃষ্টির একটা প্রচেষ্টা চলছিলো, এখন হঠাৎ করে মানুষ হত্যা করে দেশের অগ্রযাত্রাকে থমকে দেয়ার জন্য আবার চেষ্টা করা হচ্ছে বলে বক্তৃতায় বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, বিভাগীয়, জেলা পর্যায় থেকে আগত হাজারো বিভিন্ন ধর্মীয় নেতার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান সরদার।
Share!