চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী বেরিবাঁধ এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। এ সময় আহত আরো ৫ ডাকাত আটক করে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ৮ জনের ডাকাতদল ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয় জনতার ঘেরাও করে গণপিটুনি দিলে ৩ ডাকাত ঘটনাস্থলেই মারা যায়।নিহত ডাকাতরা হলো, সাগর (৩০) ও রাসেল (২২)। আনুমানিক ৪০ বছর বয়সী। আরও এক ডাকাত গণপিটুনিতে নিহত হলেও তার পরিচয় মেলেনি।আটক হওয়া পাঁচজন হলো, মো.রুবেল (১৮), আলাউদ্দিন (১৭), মনির হোসেন (১৮), মো.রানা (১৮) এবং মো.রুবেল (১৮)।আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান, উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় বেশ কিছুদিন ধরে ‘ডাকাতের উৎপাত’ বেড়ে যাওয়ায় স্থানীয় লোকজন পালা করে পাহারা বসিয়েছিল। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে একদল সেখানে ডাকাতি করতে গেলে স্থানীয়রা ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।নিহত সাগর ওই ডাকাত দলটির নেতা। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পিস্তল, তিনটি কার্তুজ, তিনটি রামদা ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত : আটক ৫
Share!