Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

একটি সাপকে দুবার মেরে গর্তে পুঁতে রাখার পরও সেটি জীবিত

রহস্যজনক একটি সাপ নিয়ে আতঙ্কে রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের মানুষ।তারা একটি সাপকে দুবার মেরে গর্তে পুঁতে রাখার পরও সেটিকে জীবিত দেখতে পেয়েছে বলে জানিয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা এটিকে ‘জিন সাপ’ বলে মনে করছে।তবে শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা পুলিশ সাপটিকে গুলি করে মেরে ফেলেছে।আজমতপুর গ্রামের বাসিন্দা খাইরুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে তার বাড়ির পেছনে একটি নতুন অব্যবহৃত টয়লেটে তিন হাত লম্বা একটি বিষধর সাপ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা সাপটিকে মেরে একটি গর্তে পুঁতে রাখে। কিন্তু রোববার রাতে একই সমান লম্বা একই ধরনের আরেকটি সাপ আবার ওই টয়লেটে দেখা যায়। বিষয়টি দেখে এলাকাবাসী আগের দিনের পুঁতে রাখা সাপটি গর্ত খুঁড়ে দেখতে গেলে সেখানে কিছু পাওয়া যায়নি। পরে দ্বিতীয় সাপটিকে আবারো মেরে তারা ওই গর্তে পুঁতে রাখে।এরপর সোমবার রাতে আবারো একই ঘটনা ঘটে। একই ধরনের জীবিত সাপকে চলাচল করতে দেখে গ্রামবাসী। তবে এবার তারা ভয় পেয়ে সাপটিকে আর মারেনি। কিন্তু তার গতিবিধির ওপর নজর রেখেছে। সাপটি একই স্থানে ছিল।এদিকে মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা পুলিশ সাপটিকে গুলি করে মেরে ফেলেছে। এরপর আর কোনো রহস্যজনক সাপ দেখা যায়নি।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top