বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানের আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।আজ দুপুরে শফিক রেহমানের আরও সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের শুনানির জন্য আজ দুপুর ৩টায় তাকে সিএমএম কোর্টে তোলা হয়।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গত শনিবার শফিক রেহমানকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।গ্রেফতারের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের কাছে আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। দ্বিতীয় দফায় আবারো তাকে ৫ দিনের রিমান্ডে নেয়া হলো।
শফিক রেহমানের আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
Share!