কুমিল্লা সদর উপজেলার দয়াপুরে যাত্রীবাহী বাসের চাপায় দুই যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন সাইফুল (৩০) ও মোয়াজ্জেম (৩২)। তাঁদের বাড়ি কুমিল্লা সদর (দক্ষিণ) থানা এলাকার কাজীপাড়ায়।কুমিল্লা সদর (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সকালে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল মামুন এক্সপ্রেস নামের একটি বাস। পথে দয়াপুরের অ্যাডভান্সড ফিলিং স্টেশনের সামনে প্রশিক্ষণরত একটি প্রাইভেটকারকে চাপা দেয় বাসটি। এতে ওই প্রাইভেটকারে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান।
Share!