লক্ষ্মীপুর সদরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায়, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১টার দিকে দাসেরহাট বাজারের স্কুল সড়কে, মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রুপাচরা সফিউল্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। গত ১৬ এপ্রিল, ৯ম শ্রেণির এক ছাত্রীকে তার চাচাতো ভাই স্থানীয় যুবলীগ নেতা জামাল উদ্দিন ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
Share!