সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় রাতের খাবার খাওয়ার পর অন্তত ২৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।সোমবার রাতে গণকবাড়ী এলাকার ‘অলি নিটওয়্যার লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান।অসুস্থ শ্রমিকদের আশুলিয়া পল্লীবিদ্যুত এলাকার গণি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্য শ্রমিকদের বরাত দিয়ে ওসি মঙ্গলবার সকালে জানান, রাতের পালায় কাজের সময় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ডিম, রুটি ও কলা খেতে দেয়। খাওয়ার পর শ্রমিকদের অনেকেই অসুস্থ বোধ করতে থাকেন। কারও কারও বমি হয়।অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকলে কর্তৃপক্ষ তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশও রাতে ওই কারখানায় যায়।গণি জেনারেল হাসপাতালের চিকিৎসক আসাদুজ্জামান দুলাল বলেন, প্রচণ্ড গরমের মধ্যে ফুড পয়জনিং থেকে সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে। তাদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে। সবাই বিকালের মধ্যে বাড়ি যেতে পারবেন।
পোশাক কারখানায় রাতের খাবার খাওয়ার পর ২৫ জন শ্রমিক অসুস্থ
Share!