জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।একই সঙ্গে তার করা দু’টি আবেদন খারিজ করে বিচারিক আদালতের দেওয়া আদেশের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন জানিয়েছেন।সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে আবেদনগুলো করেন তার আইনজীবী।বিষয়টি নিশ্চিত করেছেন খালেদার আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দু’টি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।রবিবার (১৭ এপ্রিল) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল বিচারিক আদালতে। তবে তার পক্ষে তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদের পুনরায় সাক্ষ্যগ্রহণ ও জেরার দু’টি পৃথক আবেদন করেন তার আইনজীবীরা। আবেদন দু’টির পক্ষে শুনানি করেন খালোদার আইনজীবী এ জে মোহাম্মদ আলী। শুনানি শেষে আবেদন দু’টি খারিজ করে দেন আদালত।এরপর খালেদার আইনজীবীরা খারিজের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করবেন বলে জানিয়ে আত্মপক্ষ সমর্থন পেছানোর আবেদন জানান। এর প্রেক্ষিতে ২৫ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করেছেন আদালত।তবে মামলার জামিনে থাকা অন্য দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানের আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদসহ মামলাটির ৩২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষের জেরাও শেষ হয়েছে।অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে আসামিপক্ষের জেরা চলছে। অসমাপ্ত জেরা ও নতুন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের দিনও ধার্য করা হয়েছে আগামী ২৫ এপ্রিল।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা স্থগিত চেয়ে খালেদার আবেদন
Share!