শক্তিশালী দুই ভূমিকম্পের পর জাপানে ফের বড় ভূমিকম্পের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে প্রায় আড়াই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। জাপানের জরুরি বিভাগ এ তথ্য জানিয়েছে।বিবিসি জানিয়েছে, সামনের দিনগুলোতেও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা আছে। গত দুই ভূমিকম্পে আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চলছে। তবে পাহাড় ধসের কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়েছে।জাপান রেড ক্রস সোসাইটির উপদেষ্টা নাওকি কোকোআওয়াই বিবিসিকে বলেন, নিরাপদ আশ্রয়কেন্দ্রে চিকিৎসক দল পাঠানো হয়েছে।
গত সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রাতে জাপানের দক্ষিণাঞ্চলের কিয়ুশু এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার ওপরে দুটি ভূমিকম্প হয়। এতে নিহত হয়েছেন অন্তত ৪২ জন। আহত হয়েছেন আন্তত এক হাজার মানুষ।দুই ভূমিকম্পে জাপানের কিয়ুশু এলাকার শতাধিক বাড়ি, সড়ক ও সেতু ভেঙে পড়েছে। ওই এলাকায় উদ্ধারকাজে অংশ নিয়েছেন ৩০ হাজার স্বেচ্ছাসেবক। স্থানীয় পুলিশ জানিয়েছে, ১১ ব্যক্তি এখনো নিখোঁজ।স্থানীয় সময় আজ সোমবার পার্লামেন্টের ভাষণে জাপানের প্রেসিডেন্ট শিনজো আবে বলেছেন, মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার অভিযান চলছে। একই সঙ্গে তিনি কিয়ুশুকে দুর্যোগগ্রস্ত অঞ্চল ঘোষণা তাঁর ইচ্ছার কথা বলেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানের বিভিন্ন অঞ্চলে সহায়তা পাঠাতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
জাপানে ফের বড় ভূমিকম্পের আশঙ্কা
Share!