Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বিয়ে বাড়ী হতে ফেরার পথে টাকা পয়সা অলংকার লুট

রংপুর  (বদরগঞ্জ  ক্রাইম  রিপর্টার):- রংপুর  জেলার বদরগঞ্জ উপজেলায় গত  বুধবার  দিবাগত  রাতে  ছেলের বিয়ে  দিয়ে বৌ  আনতে গিয়ে  রাস্তার  দুস্বীকৃতিকারীদের  হামলায়  লুটতারাজ ও মারপিটের  অভিযোগ পাওয়া গিয়েছে।  হামলায়  আহত ব্যক্তিরা বদরগঞ্জ সরকারী হাসপাতালে  চিকিৎসা নিচ্ছে বলে ও  জানা যায়। অপর দিকে একটি  প্রভাবশালী  মহলের  চাপে এ পযন্ত স্থানীয় থানায় মামলা/জিডি করার সাহস পায়নি  ভুক্তভুগীরা। ঘটনা সরেজমিনে বদরগঞ্জ  হাসপাতালে  ৫ নং  বেডে ভর্তি হওয়া বরের পিতা মোঃ জয়লাল আবেদীন আমাদের প্রতিনিধীকে জানান ঘটনার দিন রাত আনুমানিক  ১০.৩০  মি. বর পক্ষ ৪টি  মাইক্রোবাস যোগে কনের বাড়ীর উদ্দিশ্যে রওনা দেন এবং  প্রায় ১১.৩০ মি: তার মমিনপুর  ইউনিয়নের ৮ নং ওর্য়াডে ডাঙ্গাপাড়ায় মরহুম জমশেদ  আলী আলীর বাড়ীতে পৌছান। অতপর  যাবতীয়  আনুষ্ঠানিকতা সম্পূর্ন করে  ১.৩০/২.০০টার  দিকে  নিজ  বাড়ীর উদ্দেশ্যে  রওনাদেন । বিয়ে  বাড়ী হতে ৩০০-৪০০ গজ  দুর যেতে  না যেতে  ২০-২৫  জন দুস্বিকৃতীকারী তাদের গাড়ীর  গতিরোধ  করে  গাড়ীতে  উপস্থিত  অতিথিদের মার-পিট  ও  লুটতারাজ  চালায়।  এসময়  গাড়ীতে থাকাকালীন মানুষের  চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুস্বিকৃতীকারীরা পালিয়ে যায়। অতপর  হামলায় আহত  ব্যক্তিদের ০৮-০৪-২০১৬ ইং  তারিখে মে মেডিকেলে  ভর্তি  করা  হয় বলে জানান স্থানীয়  তথ্যসুত্র    বরের  বৃদ্ধ  পিতা  মোঃ  জয়নাল  আবেদীন  (৮০) আরো জানান,  যারা  এ  হামলা  করেছেন তাদের ঘরে কি বউ-বেটি  নেই ?  একটা নতুন জীবন শুরুর  দ্বারপ্রান্তে ঘটিত  এ জঘন্য  ঘটনা হয়তবা  বর  কনের  দাম্পত্য  জীবনে প্রভার  ফেলতে  পারে বলেই কেঁদে ফেলেন এই বৃদ্ধ  মানুষ। বরের পিতার  ক্রন্দনে  হাসপাতালের  পরিবেশ  গম্ভীর  হয়ে  যায়।  অপর দিকে  কনের বাড়ী  মমিনপুর ডাঙ্গাপাড়া  মরহুম  জমশেদ  পানাতির  বাড়ীতে  গতকাল ঘটনার  বেপারে  আমাদের  প্রতিনিধী  আলাপ  করতে  গেলে  কনের  বাড়ীর  লোকজন  বলেন  বরপক্ষের  লোকজনদের  বিয়েবাড়ী  থেকে বিদায় দেওয়ার পর   এঘটনা দূর্ঘটনার খবর  শোনা মাত্রই তারা ছুটে  যান ঘটনাস্থলে । কিন্তু  তার আগেই  সব  বিড়ম্বনা শেষ  হয়েগেছে। স্থানীয়  নাম প্রকাশে অন্য  একটি  তথ্য  সূত্রে ঘটনার  কারণ  হিসাবে বরের গেট  দিয়ে  ডোকার  সময়  ফিতা কাটার পর টাকা কম দেয়ার  খবর  পাওয়া  গেলেও  বাস্তবে  এ তথ্যের  কোন সত্যতা  পাওয়া  যায়  নাই। কারণ  ঘটনা   বিয়ে  বাড়ীতে  নয় খোলা  রাস্তায়  হয়েছে। তাই বদরগঞ্জ  উপজেলার ১০ নং ও ৮নং  ইউনিয়নের  সমস্ত মানুষের  দাবী একটি  তদন্ত কমিটি  গঠন করে ঘটনার  সার্বিকদিক তদন্ত পূর্বক  দোষী  ব্যক্তিদের  যতদ্রুত সম্ভব আইনের আওতায় আনার জোর  দাবী  জানাচ্ছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top