নূর-ই-আলম সিদ্দিক, কুড়িগ্রাম প্রতিনিধি ॥ কুড়িগ্রামের কচাকাটায় মাদকাসক্ত ছেলের হাতে নির্মমভাবে খুন হলেন মা বুলবুলি বেগম (৪২)। এ ঘটনায় গুরুতর আহত হন ফুফু হাজেরা বেওয়া (৫০)। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে ছেলে বেলাল হোসেন (২৮) পলাতক রয়েছে।
জানা যায়, কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের শাহীবাজার এলাকার ব্যবসায়ী বাহার আলীর পুত্র বেলাল হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়দিন নেশা করে সে প্রতিবেশী এবং নিজ বাড়ীর লোকজনকে মারধোর ও খারাপ আচরন করত। ঘটনার দিন সন্ধ্যায় বেলাল হোসেন নেশা করে বাড়ীতে মাতলামো শুরু করে। এসময় মা বুলবুলি বেগম ও ফুফু হাজেরা বেওয়া তাকে শান্ত করতে গেলে সে উত্তেজিত হয়ে পাশে থাকা নলকুপের হাতল দিয়ে প্রথমে মাকে আঘাত করে। পরে বাঁধা দিতে আসা ফুফুকেও আঘাত করে। ছেলের এলোপাথারী আঘাতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু ঘটে। গুরুতর আহত অবস্থায় ফুফুকে স্থানীয়রা ভূরুঙ্গামারী হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত হাজেরা বেগম রংপুর মেডিকেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে। ঘটনার পরপরই বেলাল হোসেন পালিয়ে যায়। ঘটনার পর দিন পাশ্ববর্তী ভূরুঙ্গামারী থানার জয়মনিহাট ইউনিয়নে উক্ত বেলাল হোসেনকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলের দেয়। ঘটনার সত্যতা স্বীকার করে কচাকাটা থানার অফিসার ইনচার্জ জাকিরুল-উল-ইসলাম চৌধুরী জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। আটককৃত বেলাল হোসেনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রামের কচাকাটায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুন ঃ আহত-১
Share!