সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে আহত সাত জনের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- আব্দুল হাকিম (৩২) ও আব্দুল জলিল (২৮)।রবিবার রাত ১০টার দিকে ট্রাকটির হেলপার আব্দুল হাকিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও শ্রমিক আব্দুল জলিল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহত আব্দুল হাকিম উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের ফজল আলীর ছেলে ও শ্রমিক আব্দুল জলিল সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতী গ্রামের ফরজ আলীর ছেলে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সরদার জানান, রবিবার বিকালে বালু বোঝাই একটি ট্রাক অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে চালক ও হেলপারসহ সাত জন আহত হন। অবস্থা গুরুতর হওয়ায় আহতদের মধ্যে আব্দুল হাকিমকে ঢাকায় ও আব্দুল জলিলকে বগুড়ায় পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই ওই দু’জন মারা যান। আহত অন্যদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জে ট্রাক উল্টে খাদে
Share!