ছয় বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে, বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপির ষষ্ঠ কাউন্সিল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কিছুক্ষণের মধ্যে এর উদ্বোধন করবেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এরই মধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জড়ো হয়েছেন কাউন্সিলর, ডেলিগেট, আমন্ত্রিত অতিথিসহ দলীয় নেতা কর্মীরা। কাউন্সিল উপলক্ষে এরই মধ্যে চেয়ারপারসন পদে বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই কাউন্সিলে দলের স্থায়ী কমিটি, মহাসচিবসহ নির্বাহী কমিটি গঠন করা হবে। দলীয় গঠনতন্ত্রে আনা হবে সংশোধনী। অনুষ্ঠানে ভাষণ দেবেন বেগম খালেদা জিয়া। ২০০৯ সালে অনুষ্ঠিত হয় বিএনপির পঞ্চম কাউন্সিল।