নৌবাহিনীর তিনটি নতুন যুদ্ধ জাহাজের উদ্বোধন করতে, আজ চট্টগ্রাম যাচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১১টায় তাঁর চট্টগ্রামে পৌঁছার কথা রয়েছে। পরে বি এন এস ঈশা খাঁ ঘাটিতে অনুষ্ঠানে, যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, বি এন এস সমুদ্র ‘অভিযান’, ‘স্বাধীনতা’ ও ‘প্রত্যয়’ নামে তিনটি জাহাজের। অনুষ্ঠান শেষে, দুপুরেই ঢাকায় ফেরার কথা রয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
Share!