তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২৫ জন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় কিজিলায় শহরের একটি বাস স্ট্যান্ডে এ বিস্ফোরণ হয়। এ সময় বেশ কয়েকটি বাসে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান ৩০ জন।
হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরো চারজনের। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা আশংকাজনক। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ নেয়নি। তবে, তুরস্কের এক উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তার দাবি, বিরোধী দল ‘কুর্দিস ওয়ার্কার্স পার্টি-পিকেকে এ হামলা চালিয়েছে।
Share!