Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

‘সড়ক দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগ’

রাজধানীর সড়ক দুর্ঘটনা কমাতে বিভিন্ন মহলের উদ্যোগে সমন্বিত পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে রাজধানীর বনানীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর অভিযান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

রাজধানীতে মিটারবিহীন সিএনজি অটোরিকশা ও অবৈধ যানবাহন চলাচল রোধে বিআরটিএর অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকালে বনানীতে অভিযান পরিচালনা করেন বিআরটিএ। এ সময় লাইসেন্স না থাকায় ২৫টি যানবাহনকে মামলা ও জরিমানা করেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিদর্শন শেষে মন্ত্রী রাজধানীসহ সারাদেশের সড়ক দুর্ঘটনা বর্তমানে সহনীয় পর্যায়ে চলে এসেছে দাবি করে দুর্ঘটনা রোধে ইতিমধ্যে ব্ল্যাক স্পটগুলো চিহ্নিত করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা অনেকটাই মুক্ত বলা যেতে পারে। দুই-তিন মাস ধরে সেখানে কোনো দুর্ঘটনা হয় না। যেটাকে এক সময় মরণফাঁদ হিসেবে বলা হতো। ফুটপাতগুলো পুনঃসংস্করণ করা দরকার। সে কাজগুলোতে হাত দেয়া দরকার। সেখানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। আমি মনে করি, সমন্বিত পদক্ষেপ গ্রহণ করলে যানজট এবং দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top