চট্টগ্রামের গহিরায় বিদ্যুৎ কেন্দ্রের জমি পেতে বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটি- বেজার সাথে সমঝোতার চেষ্টা করছে ভারতীয় বহুজাতিক প্রতিষ্ঠান রিলায়েন্স।
বেজাকে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির গ্যাস প্রজেক্টসের ভাইস চেয়ারম্যান ও বিজনেস হেড, সামির কুমার গুপ্তা। রিলায়েন্সের এমন প্রস্তাব বিবেচনা করছে বেজা। বিশ্লেষকরা মনে করছেন, প্রতিষ্ঠানটির প্রস্তাব সরকারের সপ্তম-পঞ্চ বার্ষিকীর পরিকল্পনার সাথে সাংঘর্ষিক। আর বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দাবি কারো প্রস্তাবই ফেরত দেবে না বাংলাদেশ।
নানা আলোচনার পর, ২০১৬ সালের শুরুতে, বাংলাদেশকে বিদ্যুৎ খাতে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেয় ভারতীয় বহুজাতিক প্রতিষ্ঠান রিলায়েন্স।
আমদানি করা এলএনজি আর বাংলাদেশের গ্যাস ব্যবহার করে ৩ ধাপে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এক মহা পরিকল্পনার ঘোষনা আসে এই ভারতীয় প্রতিষ্ঠানের কাছ থেকে। সর্বশেষ ৭৫০ মেগাওয়াটের দুইটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রামের গহিরায় জমি চেয়েছে বেজার কাছে। যদিও মিরেরশরাইতে ৯০ একর জমি দেয়া হয়েছিলো রিলায়েন্সকে। তবে প্রতিষ্ঠানটির নজর গহিরার দিকে এই বলে যে মিরেরশরাই এর অবকাঠামো বিদ্যুত উৎপাদনের জন্য প্রস্তুত নয়।
বিশ্লেষকদের দাবী কোন ধরনের প্রতিযোগিতা ছাড়া মূল্যবান জমিদান আর বিদ্যুৎ উৎপাদনের সুযোগে ক্রমেই মূল্যবান হয়ে উঠছে বিদ্যুৎ।
আর বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দাবি প্রস্তাব খুটি নাটি বিবেচনা করেই নেয়া হবে সিদ্ধান্ত।
তবে গহিরা শুধু ভারত নয় চীনের রয়েছে বিষেশ আগ্রহ।