বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের বক্তব্য মিথ্যা ও শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আন্তর্জাতিক মহিলা দিবসের র্যালির উদ্বোধন শেষে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। এ সময় দেশে গণতন্ত্র অনুপস্থিত থাকায় নারীরা তাদের অধিকার ও মর্যাদা হারাচ্ছে বলেও জানান তিনি। বক্তব্যের পরে মহিলা দলের একটি র্যালি নাইটেঙ্গেল মোড় প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালিতে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ মহিলা দলের সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেয়।