Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে কুড়িগ্রাম জেলা প্রশাসক

মমিনুল ইসলাম বাবু (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ০৮.০৩.১৬
‘বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন হৃদরোগে আক্রান্ত মুক্তিযোদ্ধা আব্দুল মালেক শিরোনামে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ালেন কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
তিনি অসুস্থ মুক্তিযোদ্ধার বাড়িতে এসে নগদ অর্থ প্রদান করে চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করার কথা জানান। সোমবার রাতে কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মো. জয়নাল আবেদীন, নাগেশ্বরী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলন ও ডা. স্বপন কুমার বিশ্বাস নাগেশ্বরী উপজেলার ৯নং ভিতরবন্দ ইউনিয়নের রসুলপুর গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের বাড়িতে তাকে দেখতে যান। জেলা প্রশাসক এ সময় অসুস্থ মুক্তিযোদ্ধার স্ত্রী হাবিজন বেগমের হাতে ১০ হাজার টাকা তুলে দেন। এ ছাড়া অসুস্থ মুক্তিযোদ্ধা আাব্দুল মালেককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসার যাবতীয় ব্যয়ভার গ্রহণ করার কথাও জানান তিনি। মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের স্ত্রী হাবিজন বেগম বলেন, ‘এত দিন টাকার অভাবে স্বামীর চিকিৎসা করতে পারি নাই। এখন সরকার দায়িত্ব নিয়েছে। এ জন্য ডিসি স্যার ও সরকারকে ধন্যবাদ জানাই। দুই-এক দিনের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে তাকে।’ হাবিজন বেগম আরও বলেন, ‘ডাক্তাররা বলেছেন, হৃদরোগে আক্রান্ত আব্দুল মালেকের দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার। প্রতি মাসে মুক্তিযোদ্ধা ভাতা আট হাজার টাকা পাই। তাই দিয়ে অতিকষ্টে সংসার চালাই। জমিজমা বলতে শুধু ৬ শতাংশ ভিটেবাড়ি ছাড়া কিছু নেই। সবাই পাশে এসে দাঁড়িয়েছে, আমি ভরসা পেলাম।’
ভিতরবন্দ মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার নাজিমুদ্দিন বলেন, ‘ডিসি স্যার অসুস্থ মালেকের বাড়িতে এসে মুক্তিযোদ্ধাদের সম্মান করেছেন। সত্যি মহৎ একটি কাজ করেছেন তিনি।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top