মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ে মেইনি রাজ্যে ডেমোক্রেট দলে জয়ী হয়েছেন বার্নি স্যান্ডার্স।
আর রিপাবলিকান দলে রিকোতে জিতেছেন মার্কো রুবিও। মেইনি রাজ্যে স্যান্ডার্স ৬৪ আর হিলারি ভোট পান ৩৬ ভাগ। গত শনিবার দুটিতে স্যান্ডার্স এবং একটিতে জয় পান হিলারি ক্লিনটন। তবে আগে বেশ কয়েকটি রাজ্যে জয় পাওয়ায় সার্বিক দিক দিয়ে এখনও এগিয়ে আছেন হিলারিই।
রিপাবলিকানদের মধ্যে প্রথমবারের মতো জয় পেয়েছেন রুবিও। কিন্তু, আগে অনেকগুলো রাজ্যতে জয়ী হওয়ায় প্রার্থী বাছাইয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
Share!