মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মো: রোমান হাওলাদার
মুন্সীগঞ্জ সিরাজদিখানে মাকদ ব্যবসায়ীকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। গত কাল শুক্রবার রাত সাড়ে ৭ টার সময় সিরাজদিখান থানাধীন চিকনাইসার এলাকা থেকে তারেক হোসেন (৩৮) কে ২১ পিছ ইয়াবা সহ আটক করে। সে চিকনাইসার গ্রামের মৃত হাজী ছাত্তার শেখ এর ছেলে।
পুলিশ জানায়, এস আই রহমান এর নের্তৃত্তে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানার চিকনাইসার মসজিদের সামনে থেকে ২১ পিছ ইয়াবা সহ একজনকে আটক করতে সক্ষম হই। সে দির্ঘদীন ধরে মাদক ব্যবসা করে আসছে।
সিরাজদিখান থানার এস আই রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একজনের কাছ থেকে ২১ পিছ ইয়াবা পাওয়া গেছে। আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনের মামলা দিয়ে হাজতে প্রেরন করা হয়েছে।