বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের কাছ থেকে পুলিশের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি সোমবার। আজ রবিবার সকালে রিট আবেদনকারী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার শুনানির জন্য দিন ধার্য করেন। ওই দিন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত থাকবে।
লিগ্যাল নোটিশের জবাব না পেয়ে বৃহস্পতিবার এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জ্যোতির্ময় বড়ুয়া। রিটে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনারকে বিবাদী করা হয়।
Share!