Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

এক নজরে ফাইনালের পথ

দশ দিনের মূল পর্ব শেষে শিরোপা লড়াইয়ের অপেক্ষা বাংলাদেশ ও ভারতের। ফাইনালে ওঠার রাস্তাটা মসৃণ ছিলো না টাইগারদের। তবে ভারত ছিলো অজেয় । আসরের চমক আরব আমিরাত। যারা প্রায় হারিয়ে দিচ্ছিলো শ্রীলঙ্কাকে।

এশিয়া কাপ, টি টোয়েন্টি ফরম্যাটের প্রথম আসর। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু মূল পর্ব। ১০ দিনের টানটান উত্তেজনা শেষে প্রস্তুত ফাইনালের মঞ্চ।

বাছাই পর্ব টপকে আসরের চমক আরব আমিরাত। গ্রুপ পর্বের একটি ম্যাচ জিততে না পারলেও, ভালোই ভুগিয়েছে শ্রীলঙ্কা-পাকিস্তানের মত শক্ত প্রতিপক্ষকে।

নিজেদের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই ফাইনালিস্টের কাছেই হেরেছে তারা।

অব্যাহত মাশরাফির নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের রূপকথা। শুরুটা ভারতের কাছে পরাজয় দিয়ে।  ফাইনাল নিশ্চিত করার মিশনে অপ্রতিরোধ্য টাইগাররা। আরব আমিরাতকে ৫১ রানে, শ্রীলঙ্কাকে ২৩ রানে আর পাকিস্তানকে ৫ উইকেটে হারায় মাশরাফির দল। এশিয়া কাপে নাম লেখানোর পর , ২০১২ ঘরের মাঠে রুদ্ধশ্বাস ফাইনালে হেরে রানার্স আপ হয়েছিলো বাংলাদেশ।

এবারের আসরে ভারত হারেনি এক ম্যাচেও। এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। সর্বোচ্চ পাচবার শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া।

মূল পর্বে সর্বোচ্চ রান শ্রীলঙ্কার দিনেশ চান্দিমালের ১৪৯ রান। অবশ্য টপকে যাওয়ার সুযোগ আছে সাব্বির রহমানের। ১৪৪ রান নিয়ে দুইয়ে সাব্বির । আর ১৩৭ রান নিয়ে তার পেছনে রোহিত শর্মা।

বল হাতে বাংলাদেশের পেসার আল আমিনের নাম সবার উপরে ১০ উইকেট নিয়ে।

বিশ্ব টি টোয়েন্টির পোশাকি মহড়া এশিয়া কাপের তুলির শেষ আঁচড়ের অপেক্ষায়, যেখানে জয় হবে ক্রিকেটের।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top