রাজধানীর হাজারীবাগে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামীর মারধরের কারণেই ওই গৃহবধূ মারা গেছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। শুক্রবার রাতে রাম দুলালী (২৬) নামে ওই গৃহবধূকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী কিষাণ দাস। আজ শনিবার ভোরের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাম দুলালীর পিতা লাল দাস কাছে অভিযোগ করে জানান, স্বামীর নির্যাতনেই তার মেয়ের মৃত্যু ঘটেছে। এর আগেও বিভিন্ন সময় রাম দুলালীকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন তার পিতা। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে নিহত গৃহবধূর স্বামী জানান, গতরাতে বাথরুমে জ্ঞান হারিয়ে ফেলেন তার স্ত্রী। এরপর তিনি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।