বিডিআর বিদ্রোহের সাত বছর আজ। এ ঘটনায় করা হত্যা মামলার কার্যক্রম বিচারিক আদালতে শেষ হলেও হাইকোর্ট বিভাগে এখনও চলছে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি।
অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ২ থেকে ৩ মাসের মধ্যেই হাইকোর্টে শেষ হবে, এই মামলার কার্যক্রম। তবে বিচারিক আদালতে এখনও নিষ্পত্তি হয়নি বিস্ফোরক আইনের মামলা।
আসামিপক্ষের অভিযোগ, মামলা নিষ্পত্তিতে উদ্যোগ নিচ্ছে না রাষ্ট্রপক্ষ। তবে, সামগ্রিক বিচারে সন্তোষ প্রকাশ করেছেন, বিজিবি মহারিচালক আজিজ আহমেদ।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি। ৭ বছর আগের সেই সকাল কে উঠেছিলো অস্ত্রের হুংকারে। কিছু বিপথগামী সীমান্তপ্রহরীর নির্মমতায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন।
এই ঘটনায় হত্যা মামলাসহ বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ। ২০১৩ সালের নভেম্বরে বিচারিক আদালতে হত্যা মামলার বিচারকাজ শেষ হয়, যেখানে ফাসির আদেশ হয় ১৫২ জনের, খালাস পায় ২৭৭ জন।
খালাস পাওয়া ২৭৭ জনের মধ্যে ৬৯ জনের সাজা চেয়ে হাইকোর্ট বিভাগে আপিল করে রাষ্ট্রপক্ষ। আর দণ্ডপ্রাপ্তরা আপিল করেন খালাস চেয়ে।
উভয় পক্ষের আপিল আবেদনের শুনানি শুরু হয় গত বছরের জানুয়ারিতে। এরই মধ্যে রাষ্ট্রপক্ষের ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। এখন চলছে আসামিপক্ষের শুনানি।
এদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই এই মামলার কার্যক্রম শেষ হবে।
আসামিপক্ষের অভিযোগ হত্যা মামলা নিষ্পত্তিতে রাষ্ট্রপক্ষ উদ্যোগী হলেও বিস্ফোরক আইনে মামলাটি নিষ্পত্তিতে উদ্যোগী নয়। তবে এর প্রেক্ষিতে কোন মন্তব্য করেননি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা।
এদিকে, বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা সব মামলার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন বিজিবি মহাপরিচালক।