হবিগঞ্জে চার শিশু হত্যা মামলার অন্যতম আসামি বাচ্চু মিয়া র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
র্যাব জানায়, বাচ্চু মিয়া ও তার সহযোগীদের ভারতে পালানোর খবরে, চুনারুঘাট সীমান্তে যান তারা। দেওরগাছ এলাকায় র্যাবকে লক্ষ্য কোরে গুলি ছোঁড়ে বাচ্চু বাহিনী। পাল্টা গুলিতে নিহত হন, বাচ্চু মিয়া। মরদেহ উদ্ধার কোরে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
বন্দুকযুদ্ধে আহত হয়েছেন, দুই র্যাব সদস্যও। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এদিকে, র্যাব জানিয়েছে, চার শিশু হত্যা মামলার আরেক আসামি সাহেদ আলী তাদের হেফাজতে রয়েছে।
Share!