Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

আখাউড়া স্থলবন্দর: অবকাঠামো উন্নত নয়

উন্নয়নের ছোঁয়া নেই, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। খানাখন্দ আর অপ্রশস্ত সড়কে ব্যাহত হচ্ছে, আমদানি-রপ্তানি। ব্যবসায়ীরা জানান, অবকাঠামো উন্নয়ন করলে,এই বন্দরে রাজস্ব আয় আরও বাড়বে।

খানাখন্দের ওপর দিয়েই হেলেদুলে পার হচ্ছে পণ্যবোঝাই ট্রাক। যেতে হয় সীমান্তের ওপার ভারতে।

দুর্বিষহ এই চিত্রটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের। অপ্রশস্ত সড়কের কারণে মালবাহী সব গাড়িকে পড়তে হয় যানজটে। অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এতে মাছসহ পচনশীল পণ্য পথেই নষ্ট হচ্ছে। লোকসান গুনছেন ব্যবসায়ীরা।

বন্দরের সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করছে অন্তত অর্ধশত পণ্যবাহী গাড়ি। ব্যবসায়ীদের দাবি, আমদানী-রপ্তানির স্বার্থে দ্রুত বন্দরের অবকাঠামো সমস্যার সমাধান হওয়া উচিত।

তবে এসব সমস্যা নিয়ে কথা বলতে রাজি হয়নি কাস্টমস কর্মকর্তারা।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় আখাউড়া স্থল বন্দর। এখন এই সড়ক দিয়ে শুধু ভারতেই নয় বিবিআইএন মোটর ভিকেল চুক্তির আওতায় পণ্য আমদানী-রপ্তানি হচ্ছে ভুটান এবং নেপালেও।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top