বরিশাল নগরীর কাশিপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এতে ১৫ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল এয়ারপোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ (বমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে জগদীশ, বাবুল, লিটন, রেজাউল, ফিরোজ, ঝুমুর, গৌরবসহ আরও কয়েকজনকে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই।
Share!