৫৩৫.২ মেগাওয়াটের চারটি বিদ্যুৎকেন্দ্র উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ বিদ্যুৎকেন্দ্রগুলোর উদ্বোধন ঘোষণা করবেন। রাজধানীর বিদ্যুৎভবনে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী এ কথা জানান। বিদ্যুৎকেন্দ্রগুলো হলো, গাজীপুরের পট্টায় ১৫০ মেগাওয়াট, আশুগঞ্জে ২২৫ মেগাওয়াট কমবাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র, পটিয়ায় ১০৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ও জাঙ্গালিয়ায় ৫২.২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।
এছাড়া বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে এবং সেচে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে যমুনা ছাড়া সব সার কারখানা আগামী মাস থেকে পর্যায়ক্রমে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরৗ।
জ্বালানি উপদেষ্টা জানান, সার কারখানাগুলোতে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। ফলে সেগুলোর উৎপাদন বন্ধ থাকবে। এ গ্যাস বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো হবে, যেন বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা এবং সেচে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায়।