রাজশাহীতে শিশু জাহিদের নির্যাতনকারী একজন ছাড়া এখন পর্যন্ত বাকিদের আটক করতে পারেনি পুলিশ।
তবে তাদের দাবি, অভিযুক্তদের কেউ ছাড় পাবে না। শিশু অধিকার নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা অভিযোগ করেছেন, কোনো না কোনোভাবে জড়িতদের আড়াল করার চেষ্টা চলছে।
এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক আঘাত ভালো হয়ে গেলেও মানসিকভাবে ভেঙে পড়তে পারে শিশু জাহিদ। রাজন, রাকিবের পর এবার নিষ্ঠুরতার শিকার রাজশাহীর জাহিদ বয়স মাত্র ১৩ বছর। এখন হাসপাতালের চার দেয়ালের বন্দি এই শিশুর শৈশব। সন্তানের এমন অবস্থায় আহাজারি থামছে না মায়ের। চিকিৎসকরা বলছেন, শারীরিক আঘাত হয়তো ভালো হয়ে যাবে।
কিন্তু, মানসিক আঘাত সারতে সময় লাগবে। এদিকে দোষীদের কাউকে ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা বলছে, অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এরপরও নির্যাতনের শিকার শিশুটির পরিবার ন্যায়বিচার পাবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে, মানবাধিকার সংগঠনের।
তারা বলছে, প্রভাবশালী হওয়ায় আইনের ফাঁকফোঁকর দিয়ে বেরিয়ে যায় জড়িতরা। এলাকাবাসীর প্রত্যাশা, সিলেটের রাজন ও খুলনার রাকিবের মতো ন্যায়বিচার পাবে জাহিদের পরিবার।