Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনায় রেকর্ড ছুঁয়েছে আফগানিস্তান

আফগানিস্তানে ২০১৫ সালে বেসামরিক নাগরিকের হতাহতের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে।

তালেবান হামলা ও সেনাবাহিনীর অভিযানে এসব হতাহতের ঘটনা ঘটে। রোববার প্রকাশ করা, জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশটি থেকে বিভিন্ন দেশের সেনা প্রত্যাহার শুরুর ৭ বছরের মাথায় ছড়িয়ে পড়া সহিংসতায় এই হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুসারে, গেলো বছর আফগানিস্তানে প্রাণ হারিয়েছে সাড়ে ৩ হাজারের বেশি বেসামরিক মানুষ। আহত হয়েছেন প্রায় সাড়ে ৭ হাজার। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বেসামরিক নাগরিকের প্রাণহানির ৬২ শতাংশ হয়েছে তালেবান হামলায়, ১৭ শতাংশ সরকারি বাহিনীর হামলায় ও ২ শতাংশ দেশটিতে অবস্থান করা বিভিন্ন দেশের সেনাদের হামলায়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top