Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

দেশ গঠনে নিরলস ভাবে কাজ করার আহ্বান

জনগণের জানমাল রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে গাজীপুরে সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬ তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজে তিনি এ আহবান জানান। দেশের সামগ্রিক উন্নয়নে এ বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করে ভবিষ্যতেও দেশপ্রেম নিয়ে কাজ করার আহবানও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ আনসার বাহিনী।

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই বাহিনী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও দেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬তম জাতীয় সমাবেশ। এতে উপস্থিত থেকে কুচকাওয়াজ প্রদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেবা ও সাহসিকতার জন্য ৭৯জনকে বাংলাদেশ আনসার পদক, প্রেসিডেন্ট আনসার পদক এবং বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক পরিয়ে দেন।

বক্তব্যের শুরুতেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এই বাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, এই বাহিনীর প্রতিটি সদস্য দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রার অংশিদার। আহবান জানান, জনগণের জানমাল রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের। এসময় আনসার ও ভিডিপির আধুনিকায়নে নানান পদক্ষেপের পাশাপাশি এই বাহিনীর সদস্যদের সুযোগ সুবিধার বাড়ানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top