চোঁখে দেখতে না পারলেও থেমে নেই, দৃষ্টিপ্রতিবন্ধীরা। অমর একুশে বই মেলায় সবার মতোই বই কিনছেন, পড়ছেন তারা। আর এ সুযোগটি সৃষ্টি করেছে প্রকাশনা সংস্থা স্পর্শ।
রিপা তাবাসসুম। ইডেন কলেজে অনার্স শেষ বর্ষের ছাত্রী। চোখে দেখতে না পারলেও থেমে নেই রিপা। ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে জীবনের আলো দেখছেন তিনি।
প্রতিবছরের মতো এবারও বইমেলায় দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে বই নিয়ে হাজির হয়েছে স্পর্শ ব্রেইল প্রকাশনা। রিপার মতো বিশ্ববিদ্যালয় পড়ুয়া শাহীন আর স্বপনেরস্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ পদ্ধতি।
বইমেলায় অন্যদের মতোই আগ্রহ তাদের। অথচ চাহিদার তুলনায় তাদের জন্য প্রকাশিত একেবারে নগন্য।
এদিকে ইচ্ছা থাকলেও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই বের করা ব্যয়বহুল হওয়ায় পিছিয়ে আছেন- প্রকাশকরা।
সবকিছুর পরও পৃথিবীর আলো থেকে বঞ্চিত এসব মানুষ যেন জ্ঞানের আলোয় আলোকিত হতে পারে এমন আশা নিয়েই ব্রেইল প্রকাশনার এ উদ্যোগ।
এবারের বই মেলার ব্রেইল প্রকাশনা থেকে বেরিয়েছে ৮ টি বই।