Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

উৎপাদনে এগিয়ে যাবে দেশ : অভিমত বিজ্ঞানীদের

২০৫০ সালে দেশের বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণের জন্য চালের প্রয়োজন হবে ৪৪ দশমিক ৬ মেট্রিক টন।আর গত পাঁচ বছরের চালের উৎপাদন বৃদ্ধির হার অব্যাহত থাকলে এ পরিমাণ চাল উৎপাদন করেও দেশে ২ দশমিক ৬ মেট্রিক টন চাল থাকবে। ধান বিজ্ঞানী ও সম্প্রসারণবিদদের সম্মিলিত কর্মপ্রয়াস অব্যাহত থাকলে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয়া সম্ভব হবে।  শনিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে ২৪তম ধান গবেষণা ও সম্প্রসারণ কর্মশালা এবং ব্রি বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০১৪-১৫ এর উদ্বোধনী সভায়বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা এ আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ। এতে সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম লস্কর, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড.আবুল কালাম আযাদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. হামিদুররহমান, ব্রিরপরিচালক (গবেষণা) ড. মো. আনছারআলী।ধান গবেষণা ও সম্প্রসারণ কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ব্রিরপরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. শাহজাহানকবীর।ছয়দিন ধরে চলবে দুটি কর্মশালার বিভিন্ন কারিগরী অধিবেশন। কর্মশালায় সাম্প্রতিক বছরগুলোতে ধানগবেষণা ও সম্প্রসারণ কাজের অর্জন এবং অগ্রগতির বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। পাঁচ দিনব্যাপী ব্রি বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় গত এক বছরে ব্রির ১৯টি গবেষণা বিভাগ ও নয়টি আঞ্চলিক কার্যালয়ের গবেষণা ফলাফল সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সামনে তুলে ধরা হবে।অনুষ্ঠানে ব্রি, ডিএই, বারি, বিএআরসি, ইরিসহ বিভিন œসরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞপর্যায়ের প্রতিনিধিরা যোগ দেন।
পাঁচ দিনব্যাপী কর্মশালায় গত এক বছরে ব্রির ১৯টি গবেষণা বিভাগ ও নয়টি আঞ্চলিক কার্যালয়ের গবেষণা ফলাফল বিশেষজ্ঞদের সামনে উপস্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top