আন্তর্জাতিক বাজারের সাথে তেলের দাম সমন্বয় করা হলে প্রায় অর্ধেক খরচ কমে যেতো ভোক্তাদের।
ফলে তা বিনিয়োগ হতে পারতো অন্যখাতে। এমন মন্তব্য জ্বালানি বিশেষজ্ঞদের।
আর ব্যবসায়ীরা বলছেন, তেলের দাম না কমানোয়, অন্য দেশগুলোর সাথে প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। ফলে কমার আশঙ্কায় উৎপাদন এবং রফতানি। আর সম্প্রতি গবেষণা সংস্থা সিপিডির মত ছিল জ্বালানি তেলের দাম দশ শতাংশ কমলে প্রবৃদ্ধি বাড়তো দশমিক তিন শতাংশ। যার সাথে একমত নয় সরকার।
Share!