চট্টগ্রামে আজ চালু হচ্ছে, দেশের প্রথম বিশ্ব বাণিজ্য কেন্দ্র।
যা উদ্বোধন করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও ৫ হাজার কোটি টাকার ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের সূচনাও করবেন তিনি। যোগ দেবেন, সেনানিবাসের একটি অনুষ্ঠানে।
নতুনরুপে সেজেছে বন্দরনগরী চট্টগ্রাম। রাস্তাঘাটজুড়ে নতুন রংয়ের প্রলেপ আর প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে পথে পথে ব্যানার-ফেস্টুন।
এবারের সফরে ছয়টি প্রকল্পের উদ্বোধন আর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে সবচেয়ে বড়, বন্দরনগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এরসাথে নির্মাণ কাজের উদ্বোধন হবে আরেক বড় প্রকল্প পতেঙ্গা রিংরোডের। এছাড়া, যান চলাচলের জন্য খুলে দেয়া হবে কদমতলি ফ্লাইওভার।
প্রধানমন্ত্রীর এই সফরে খুলে যাবে নতুন আরেকটি সম্ভাবনার দুয়ার। সেটি হলো দেশের প্রথম বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উদ্বোধন। চট্টগ্রাম চেম্বার নির্মিত এই কেন্দ্রটি বিশ্বের সাথে দেশের নতুন সেতুবন্ধন তৈরি করবে-এমনটাই মত ব্যবসায়ীদের।
প্রায় ৫ হাজার কোটি টাকার প্রকল্পের বাস্তবায়ন। তাই প্রধানমন্ত্রীর এবারের সফর ঘিরে নতুন আশার সঞ্চার করেছে নগরজুড়ে।
তবে সব প্রকল্পই যেন পরিকল্পিত হয়, সেজন্য যথাযথ তদারকিও চেয়েছে নগরবাসি।