টেকসই উন্নয়নে শক্তিশালী সংসদ কার্যকর ভূমিকা রাখে, জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন প্রক্রিয়ায়। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আয়োজিত দক্ষিণ এশিয়ার স্পিকারদের সম্মেলনে উঠে আসে এসব কথা।
রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এ সম্মেলনে ভারত, শ্রীলংকা, মালদ্বীপসহ দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের স্পিকাররা অংশ নিচ্ছেন। তবে পাকিস্তান এবং নেপালের স্পিকার অংশ নেননি। সম্মেলনে জানানো হয় যে মিয়ানমার সার্কে না থাকলেও আগামীতে এই দেশটিকে অন্তর্ভূক্ত করা হবে।
বক্তারা বলেন, যেকোনো দেশের সংসদ শক্তিশালী ও কার্যকর থাকলে উন্নয়নের ধারায় থাকে স্বচ্ছত ও জবাবদিহিতা। যা দিয়ে অর্জিত হয় টেকসই উন্নয়ন। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কার্যকর সংসদের ধারা বারবার বাধাগ্রস্ত হওয়ায় তার প্রভাব পড়েছে উন্নয়নে। কাল সমাপনি অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।