দেশের সবচেয়ে বড় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হয়েছে চট্টগ্রাম ও ফেনীতে। এ দুই জেলার মধ্যবর্তী সোনাগাজী ও মীরসরাই অংশ নিয়ে তৈরি হচ্ছে এ অর্থনৈতিক অঞ্চল। জুনের মধ্যে এর ভূমি উন্নয়নের কাজ শেষ হবে। আর ২০১৮ সালের মধ্যে এখানকার শিল্প কারখানা উৎপাদনে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
ফেনী জেলার চরচান্দিয়া, সোনাগাজী সদর, ও থাক খোয়াজের লামছি-এই তিনটি ইউনিয়নে প্রাথমিকভাবে গড়ে তোলা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে অর্থনৈতিক অঞ্চলের জন্য এখন পর্যন্ত তিন হাজার ছয়শ একর জায়গা চূড়ান্ত হয়েছে।
প্রথম পর্যায়ে শিল্প স্থাপনের উপযোগী করা হবে সাড়ে পাঁচশ একর ভূমি। যেখানে আর কয়েকমাস পরই শুরু হচ্ছে শিল্প কারখানা নির্মাণের কাজ।
একইভাবে ফেনীর পার্শবর্তী চট্টগ্রামের মিরসরাই উপজেলাতেও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে পুরোদমে। এখন পর্যন্ত ছয় হাজার তিনশ নব্বই একর জায়গা চূড়ান্ত হয়েছে এবং সাড়ে পাঁচশ একরে চলছে ভূমি উন্নয়নের কাজ। পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখেই এ অঞ্চলটি গড়ে তুলছে সরকার।
দুই জেলার মধ্যবর্তী এই অর্থনৈতিক অঞ্চলের ৫০টি সাব জোনে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে বিমানবন্দর, সৌর বিদ্যুৎকেন্দ্র, আইটি পার্ক নির্মাণসহ রয়েছে আরো নানা পরিকল্পনা।