Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য

মোঃ শামিম হোসেন, স্টাফ রিপোর্টার:

জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন পরিষদে সদস্য ও নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ শামিম হোসেন বলেছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র সমাধান হচ্ছে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া। সকলে ঐক্যবদ্ধ থাকলে কেউ আর সাংবাদিকদের বিরোধীতা ও নির্যাতন করার সাহস পাবেনা, গত ১৬/০১/১৬ইং তারিখে নওগাঁ জেলার উপজেলা শাখা জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সাংবাদিকদের ঐক্যের বাধা হচ্ছে মন মানসিকতার অভাব। ব্যক্তি স্বার্থ ত্যাগ করে, সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন এবং সাংবাদিক সাংগঠনিক বিষয়ে দিক নির্দেশনা প্রদান করে তিনি আরো বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারি তারিখে দেশের সুনামধন্য প্রবীন সাংবাদিকদের নিয়ে এই সংগঠন গঠিত হয়। তার মধ্যে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন এর অক্লান্ত পরিশ্রমে সাংবাদিকদের পদমর্যাদা সংরক্ষন ও পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষন প্রদান সহ দেশ ও বিদেশী সাংবাদিকদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সু-সম্পূর্ন ও সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ায় হচ্ছে সাংবাদিক সংস্থার মূল লক্ষ। উপজেলা শাখা কমিটির সভাপতি জামিল আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন,  বিশেষ অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোঃ আব্দুর রউফ চৌধুরী, অধ্যক্ষ, নজিপুর সরকারি ডিগ্রী কলেজ, প্রবিন রাজনীতিবীদ জনাব নির্মল ঘোষ, সহঃ সভাপতি, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় সাংবাদিক সংস্থা নওগাঁ জেলা শাখার উপদেষ্টা জনাব মোঃ নুরু উদ্দীন, অধ্যক্ষ, নজিপুর মহিলা ডিগ্রী কলেজ, উপজেলা শাখার উপদেষ্টা জনাব ডাঃ ফিরোজ্জামান, সহকারী রেজিষ্টার (শিশু বিভাগ) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, জনাব মোঃ মজিবর রহমান, সাধারণ সম্পাদক, নির্মইল ইউ,পি আওয়ামীলীগ, জনাব মোঃ মিলটন উদ্দীন, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামীলীগ, অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক সংস্থা,  উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ শরিফুল ইসলাম (বুলু), সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ তরিকুল ইসলাম, সাংবাদিক গোলাম রাব্বানী সহ কমিটির সকল সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট সমাজসেবক প্রমুখ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top