ক্রিকেট-ফুটবলের মত এবার ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া টেনিসে। উইম্বলডনের মত বড় আসরেও ম্যাচ গড়াপেটা হয়েছে।
এমনকি গেলো এক দশক ধরে র্যাঙ্কিংয়ের সেরা ১৬তে থাকা টেনিস খেলোয়াড়দের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে ম্যাচ পাতানোর। টেনিসে দুর্নীতি ঠেকাতে ২০০৭ সালে শুরু করা তদন্ত দলের কাছে রয়েছে এ সবের প্রমাণ।
গোপন ওই নথি হাতে পেয়েছে বিবিসি ও স্পোর্টস অনলাইন পত্রিকা বাজ-ফিড। বিবিসি রেডিও ফোর আগামীকাল ম্যাচ ফিক্সিংয়ের এই তথ্য-প্রমাণ তুলে ধরবে।
Share!