Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

যুব দলের সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। সাইফ হাসানের সেঞ্চুরিতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৬ রানে জিতেছে স্বাগতিকরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের করা ৭ উইকেটে ২৩৫ রানের জবাবে এক বল আগে ২১৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের সেরা সাইফ হাসান অপরাজিত থাকেন ১০৭ রানে। আর ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা স্বাগতিক স্পিনার সঞ্জিত সাহা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর জাকের আলীকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪৭ ও পঞ্চম উইকেটে শফিউলকে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন সাইফ। শফিউল ৬১ রানে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন সাইফ হাসান। ৭ উইকেটে ২৩৫ রানে থামে স্বাগতিকরা। ২৩৬ রানের টার্গেটে দারুণ শুরু করে সফরকারীরা, ইমলাচ ও পোপের ৮২ রানের জুটিতে। কার্টি করেন ৪২ রান। অফ স্পিনার সঞ্জিত সাহার ঘূর্ণিতে ৭৩ রানে শেষ সাত উইকেট হারায় ক্যারিবিয়রা।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top